দেশী মুরগীর ফার্মে মড়ক, ৫লক্ষাধিক টাকার ক্ষতি
প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২০
শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট:বাগেরহাটের ফকিরহাটে অজ্ঞাত রোধে আক্রান্ত হয়ে একটি দেশী মুরগীর ফার্মের ১২শত মুরগী মারা গেছে। এতে ফার্ম মালিকের প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি লখপুর ইউনিয়নের জাড়িয়া মাইট কুমরা গ্রামের নিজাম উদ্দিন শেখ এর ফার্মে।
নিজাম উদ্দিন শেখ জানান, তিনি দীর্ঘকাল ধরে নিজ বাড়িতে বিভিন্ন প্রজাতির দেশী মুরগীর (রাজা হাঁস, পাতি হাঁস, তিত পাখি ও কবুতর) ফার্ম করে তা চাষ করে আসছিলেন। স্বল্প পুজিতে অধিক উপার্জনও করছিলেন তিনি। কিন্তু গত বৃহস্পতিবার হঠাৎ করে মুরগীর ফার্মে মড়ক লাগতে শুরু করে। প্রতি রাতে ৫০/১শ মুরগী করে মরতে মরতে এখন ফার্মে মুরগী শুন্য হয়ে পড়ে।
সোমবার রাতে ফার্মের জীবিত সকল মুরগী মারা যাওয়ায় তিনি এখন অসহায় হয়ে পড়েন। বিভিন্ন জনের কাছ থেকে ধারদেনা করে তিনি দেশী মুরগীর ফার্ম করে ছিলেন। সেই ফার্মে অজ্ঞাত রোধে আক্রান্ত হয়ে প্রায় ১২শত মুরগী মারা যাওয়ায় প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। নিজাম উদ্দিন শেখ লখপুর ইউনিয়নের জাড়িয়া মাইট কুমরা গ্রামের মোঃ ইদ্রিস আলী শেখ এর ছেলে।