কর্মহীন ঘরে থাকা গরীব ও দুস্থ্য পরিবারের পাশে বিএনপি
প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২০
স্টাফ রিপোর্টার,বাগেরহাট:বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সংকটাপন্ন কর্মহীন ঘরে থাকা গরীব ও দুস্থ্য পরিবারের মাঝে বাগেরহাটের মোরেলগঞ্জে আরো ৪ হাজার পরিবারে জরুরি খাদ্য সহায়তা ও ইফতার সামগ্রী পাঠাচ্ছে বিএনপি। মঙ্গলবার বেলা ২ টার দিকে ৪টি ইউনিয়নে এসব খাদ্য সহায়তা ও ইফতার সামগ্রী পাঠানো হয়।
উপজেলা বিএনপির সভাপিত শহিদুল হক বাবুল ও সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন সামাদ দৈবজ্ঞহাটি, পঞ্চকরণ, বনগ্রাম ও হোগলাপাশা ইউনিয়নের নেতাদের হাতে খাদ্য সামগ্রী তুলেদেন। বিএনপি নেতা বাবুল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাগেরহাট-৪ আসনে দলীয় প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনের অর্থায়নে করোনার প্রভাবে গৃহবন্দি ও কর্মহীন অসচ্ছল দলীয় নেতা কর্মীদের বাড়িতে খাদ্য সহায়তা পাঠানো হয়।