কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার হানায় বহিঃবিভাগে সকল সেবা বন্ধ ঘোষনা!
প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগে সকল সেবা সাময়িক ভাবে বন্ধ ঘোষনা করা হয়েছে। সোমবার সকালে শহরে মাইকিং বের করে ওই সেবা বন্ধের ঘোষনা দেওয়া হয়। গত ২৬ এপ্রিল কালীগঞ্জ হাসপাতালের একজন চিকিৎসক করোনা আক্রান্ত পজেটিভ হওয়ার এমন সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামিমা শিরিন জানান, তাদের হাসপাতালের একজন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছে। এজন্য হাসপাতালের সকল ডাক্তার ষ্টাফদের করোনার নমুনা চেকআপের জন্য পাঠানো হয়েছে। ওই রিপোট না আসা পর্ষন্ত তারা বহিঃবিভাগে সকল সেবা সাময়িক ভাবে বন্ধ ঘোষনা করে শহরে মাইকিং বের করেছে।
তিনি আরো জানান, জরুরী বিভাগ ও প্যাথলজি চালু রাখা সহ মোবাইলে চিকিৎসা সেবার পরামর্শ দেওয়া হবে। উল্লেখ্য এ উপজেলাতে স্বাস্থ্যকর্মীসহ মোট ৬ জন করোনা আক্রান্ত রোগীর সনাক্ত হয়েছে। কালীগঞ্জ হাসপাতালে একজন ডাক্তার করোনায় আক্রান্ত হবার পর থেকে হাসপাতালের কর্মরতরা সবাই আতংকগ্রস্থ হয়ে পড়েছে।