উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে কিম জং উনের চিঠি প্রকাশ
প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২০
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২৭শে এপ্রিল তারিখ দেয়া চিঠিটি দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে লেখা। এতে দুই দেশের বন্ধুত্ব ভবিষ্যতেও বজায় থাকবে এবং দৃঢ় হবে বলে উত্তর কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়।
তবে চিঠিটির যথার্থতা নিশ্চিত করতে পারেনি সিএনএন। গত ১৫ এপ্রিল নিজের দাদার জন্মবার্ষিকীতে কিম উপস্থিত না থাকায় কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন শুরু হয়। এমনকি তিনি মারা গেছেন এমন খবরও আসে কিছু গণমাধ্যমে।
এদিকে, কিম বেঁচে আছেন এবং ভালো আছেন বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট মুন জেই ইনের শীর্ষস্থানীয় কূটনৈতিক উপদেষ্টা মুন চুং-ইন সিএনএনকে এমন তথ্য জানান।