আমতলী সদর ইউনিয়নের করোনায় কর্মহীন পাঁচশত জনের মাঝে চাল বিতরণ
প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২০
কবির দেওয়ান, আমতলী(বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে মহামারী করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়াদের দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
আমতলী সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের পাঁচশত জন পুরুষ ও মহিলাকে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া মানবিক খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১২টায় আমতলী সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ভবনে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএমএন জামিউল হিকমা, নৌ বাহিনীর লেঃ কমান্ডার তানভীর আহম্মেদ, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, ট্যাগ অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হেমায়েত উদ্দিন, ইউপি সদস্য, সাংবাদিক ও স্থাণীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, করোনায় কর্মহীন হয়ে পড়া আমতলী সদর ইউনিয়নের পাঁচশত জনকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া মানবিক খাদ্য সহায়তার দশ কেজি করে চাল প্রতিজনের মাঝে বিতরণ করা হয়েছে।