অস্ট্রেলিয়া যুবদলের উদ্যোগে দুইদিন ব্যাপি খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২০

দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় বিএনপি নেতা জনাব হামিদুর রহমান হামিদের পরামর্শে, জাতীয়তাবাদী যুবদল অস্ট্রেলিয়া শাখার সংগ্রামী সভাপতি ইয়াসির আরাফাত সবুজ ভাইয়ের নিজস্ব অর্থ সহযোগিতায় অস্ট্রেলিয়া যুবদলের উদ্যোগে করোনা ভাইরাসের ( COVID-19) প্রভাবে ক্ষতিগ্রস্ত দলীয় নেতা কর্মী ও অভাবগ্রস্ত ২৫০টি পরিবারের মাঝে দুইদিন ব্যাপি খাদ্য সামগ্রী উপহার হিসেবে রাজধানীর ওয়ারি, জয়কালি মন্দির, বিএনপি পার্টি অফিস সহ ৩৮নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে বিতরণ করা হয়।

বিতরণের সময় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ওয়ারি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সেলিম, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক ভিপি ও এইচড্যাব এর সভাপতি ডাঃ শফিকুল আলম নাদিম, সম্মিলিত হোমিওপ্যাথিক জোটের আহবায়ক ডাঃ আরিফুর রহমান মোল্লা, সদস্য সচিব মজিবুল্লা মজিব, যুগ্মআহবায়ক ডাঃ এ কে এম জাকির হোসেন, ডাঃআবুল খায়ের ভূইয়া, ডাঃ মোহাম্মদ আলী।

এছারাও উপস্থিত ছিলেন ৩৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি গোলাম মাওলা, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারন সম্পাদক ফয়সাল মেহবুব মিজু, সহ সভাপতি রফিকুল ইসলাম সোহেল শেখ, ছাত্রনেতা মহিদুর রহমান রুমান ও সহসাধারন সম্পাদক রমজান ভূঁইয়া সহ কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পর্যায়ক্রমে যতদিন এই দুর্যোগ থাকবে ততদিন অসহায় নেতাকর্মীদের পাশে থাকার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যক্ত করেন অস্ট্রেলিয়া যুবদলের সভাপতি ও ঢাকা মহানগর যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত সবুজ।

Mokis Monsur
Welsh Cardiff U.K. News

 

আপনার মতামত লিখুন :