কলাপাড়ায় তিন ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২৭ এপ্রিল।। সরকারী আদেশ অমান্য করে দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনা করা সহ দোকানে মূল্য তালিকা না থাকায় পটুয়াখালীর কলাপাড়ায় তিন ব্যবসায়ীকে দশ হাজার পাঁচ’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জগৎবন্ধু মন্ডল ।
জানা গেছে, মূল্যতালিকা না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে পৌর শহরের মো.আবুল কালাম আজাদকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকারী আদেশ অমান্য করে দোকান খোলা রাখার দায়ে মো.বাইজিদ হোসেনকে পাঁচ হাজার ও মো.শাহাবুদ্দিনকে পাঁচ’শ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।