বান্দরবানের থানছিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ৩০কোটি টাকার ক্ষয়-ক্ষতির আশংক্ষা

প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২০

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: বান্দরবান জেলার থানছি উপজেলায় প্রধান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ২৭ এপ্রিল সোমবার আনুমানিক ভোর ৫ টার দিকে আকস্মিক আগুন লেগে বান্দরবান জেলার থানচি উপজেলার থানচি বাজার সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়। স্থানীয় জনসাধারণ ও বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি জসিম উদ্দিন এর সাথে টেলিফোনে আলাপ করে জানতে পারি, বাজারের ১৮৭টি দোকানের মধ্যে ১৮৪ টি দোকান পুড়ে যায় ।

এতে ক্ষতির পরিমাণ প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকা। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, থানচি উপজেলা শহরে কোনো ফায়ার সার্ভিস না থাকায় জনসাধারণ আগুন নিভাতে ব্যর্থ হন । এছাড়া ভোরে ব্যবসায়ীরা ঘুমে থাকায় কোনো মালপত্র বের করতে পারেনি। আগুনের সূত্রপাত সঠিকভাবে জানা না গেলেও চায়ের দোকান থেকে অগ্নিপাতের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা মনে করছে।

আপনার মতামত লিখুন :