নিজের ৩৩শতাংশ জমি দশমিনায় শশ্নানে দান

প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২০

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা।। পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নোনজ নামিও ৩৩শতাংশ জমি শশ্নানঘাটের নামে দান করেন এক হিন্দু ব্যাক্তি। উপজেলার ঠাকুরহাট এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সার্বজনীন শশ্নানঘাট উপদেষ্টা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঠাকুরেরহাট আ’লীগ অফিসে শশ্নানঘাট উপদেষ্টা কমিটির সভাপতি জীবন চন্দ্র শীলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা যোগেন্দ্র শীল, কেশব চন্দ্র সরকার, তপন চন্দ্র হাওলাদার, সত্যরঞ্জন সরকার, পলাশ মন্ডলসহ এলাকার গর্নমান্য ব্যক্তিবর্গ।

 

আলোচনায় বক্তগন বলেন উপজেলায় ১৭হাজারের বেশী সনাতন ধর্মালম্বী মানুষ বসবাস করে। আমাদের সম্প্রদায়ের কোন লোক পরলোক গমন (মৃত্যু) বরনকরলে সৎকার/দাহের জন্য শশ্নানঘাটের প্রয়োজন। আলোচনায় যোগেন্দ্র শীল তার নিজ নামিও ৩৩শতাংশ জমি শশ্নানঘাটের নামে দান করবেন বলে জানান। সনাতন সমাজ শশ্নানঘাট তৈরীতে সকলে একমত পোষন করি। এ বিষয়ে আমরা জনপ্রতিনিধিদের সাথে আলাপ করে তাদের সহযোগিতা নিয়ে শশ্নানঘাট ঘাট নির্মান করব।

 

আপনার মতামত লিখুন :