ফতুল্লায় কর্মরত সাংবাদিকদের পিপিই ও মাস্ক দিলেন “উজ্জীবিত বাংলাদেশ পত্রিকা” পরিবারের ফয়সাল
প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২০
নিউজ ডেস্ক: জাতীয় দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ফয়সাল আহমেদ এর নিজস্ব উদ্যোগে ফতুল্লার স্থানীয় সাংবাদিকদের মাঝে পিপিই ও মাস্ক প্রদান করা হয়। রবিবার ২৬ এপ্রিল ফতুল্লা রিপোর্টার্স ইউনিটি ও ফতুল্লা প্রেস ক্লাবে পিপিই ও মাস্ক প্রদান করা হয়। এসময় দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ বলেন, এক মহা ক্রান্তিকাল পার করছি।
আমাদের চিরচেনা পৃথিবীর সমস্ত দৃশ্যপট পাল্টে গেছে। বিভিন্ন দেশে চলছে মৃত্যুর মিছিল। ইতিমধ্যে আমাদের দেশেও অনেকে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন। পুলিশ প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরাও করোনা মোকাবেলায় যথেষ্ট কাজ করছেন। সাংবাদিকরাও রয়েছেন স্বাস্থ্যঝুঁকিতে। এ পরিস্থিতিতে দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ফয়সাল আহমেদের এরকম উদ্যোগকে সাধুবাদ জানাই। পাশাপাশি আমাদেরকে আরো সচেতন হতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু, ফতুল্লা মডেল প্রেসক্লাবের সভাপতি আনিসুজ্জামান অনু, সাংবাদিক গোলাম সবুজ, শহীদল্লাহ রাসেল, এ.আর কুতুবে আলম, মহসীন আলম, মনির হোসেন, খোকন প্রধান, রফিকুল্লাহ রিপন, নজরুল ইসলাম সুজন, মোঃ দুলাল আহমেদ, শফিকুল ইসলাম জনি, মেহেদী হাসান রাসেল, মোঃ জামিল হোসেন, গাফফার লিটন, মোঃ সুলতান, তুষার আহমেদ, সাদ্দাম হোসেন শুভ, সোনালী আক্তার, সফিক আহমেদ, রাকিব চৌধুরী শিশির প্রমুখ।