রুপগঞ্জে কৃষকের ধান কেটে দিলেন স্বেচ্ছাসেবক দলনেতা আলী আহম্মেদ
প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২০
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আলী আহম্মেদ এর নেতৃত্বে কৃষকের ধান কেটে ঘরে পৌছে দিয়েছেন। রবিবার(২৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত রুপগঞ্জ উপজেলার কায়েত পাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বড়ালু পাড়াগাও এলাকায় নেতাকর্মীদের নিয়ে সকাল থেকে ধান কাটা শুরু করেন। করোনা ভাইরাসের কারনে ঘর থেকে লোকজন বের হতে না পাড়ায় কৃষকরা তাদের ফসল ঘরে তুলতে চিন্তিত হয়ে পড়ে।
এমন অবস্থায় এগিয়ে এলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দেেলে সহ সভাপতি ও রুপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী আলী আহম্মেদ। তিনি বলেন আমার নেতা তারেক রহমান ও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব ভাইয়ের নির্দেেেশ অর্ধ শতাধিক নেতাকর্মী নিয়ে দ্বিতীয়বারের মতো কৃষকের জমির ধান কেটে ঘরে পৌছে দিয়েছি। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুল ইসলা, আয়নাল,রফিকুল ইসলাম রফিক,থানা স্বেচ্ছাসেবক দল নেতা শিপন প্রমুখ।
উল্লেখ্য এর আগে করোনা ভাইরাসের কারনে অসহায় পরিবারের মাঝে কয়েক দফা ত্রান সামগ্রী বিতরন করেন আলী আহাম্ম।