করোনা: রূপসা-বাগেরহাট মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে অভিযান
প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২০
শেখ সাইফুল ইসলাম কবির. সিনিয়র স্টাফ রিপোর্টার, বাগেরহাট: মরণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ রোধে রূপসা-বাগেরহাট মহাসড়কের ফকিরহাট সীমান্ত কুদির বটতলা নামক স্থানে রবিবার, ২৬শে এপ্রিল সকালে ফকিরহাট উপজেলার প্রশাসন চেকপোষ্ট বসিয়ে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান পরিচালনা করছেন। কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করণের লক্ষে এবং অন্য জেলা থেকে জনসাধারনের প্রবেশ বন্দে এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বাপন দাশ, ফকিরহাট ইউএনও এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা: শাহানাজ পারভীন, ফকিরহাট এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা বুশরা, মডেল থানার ওসি আবু সাঈদ মো: খায়রুল আনাম, সার্টিফিকেট সহকারি বিষ্ণু পদ ঘোষ, পেশকার শেখ রুস্তুম আলী, প্রোসেস ম্যান উজ্জল চক্রবর্তী সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সংগীয় পুলিশের একটি দল।