লিগ্যাল এ্যাকশন বাংলাদেশের (ল্যাব)-কুমিল্লা জেলা শাখার উদ্যোগে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী উপহার
প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২০
নিউজ ডেস্ক: লিগ্যাল এ্যাকশন বাংলাদেশ (ল্যাব) ফাউন্ডেশনের কুমিল্লা জেলা শাখার উদ্যোগে গতকাল বিকাল ৩ ঘটিকার সময় খেটে খাওয়া অসহায় কর্মহীন ৫০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী উপহার দিলেন, এ সময় সেখানে উপস্থিত ছিলেন ল্যাব এর কুমিল্লা জেলা শাখার সভাপতি জনাব এডভোকেট আরিফুল ইসলাম।
তিনি বলেন আমাদের নির্বাহী পরিচালক জনাব হৃদয় হাসান এর অনুরোধে বাংলাদেশের বিভিন্ন জেলায় ত্রান সামগ্রী বিতরণ করা হচ্ছে , সে লক্ষে আমরাও গত সপ্তাহে কুমিল্লা জেলা শাখার উদ্যোগে একশত অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছিলাম এর পর থেকে অনেক অসহায় মানুষ আমাদের দারস্থ হচ্ছে এ কারনে আরো ৫০ টি পরিবারকে পুনরায় সহায়তা করা হল।
এবং আগামীতে রমজানের মধ্যে চেষ্টা করবো কুমিল্লা জেলা শাখার উদ্যোগে আরো কিছু ত্রান সামগ্রী বিতরণ করার যদি পর্যাপ্ত তহবিল সংগ্রহ করতে পারি তবে সহায়তার পরিমান আরো বাড়বে, এভাবেই আমরা চেষ্টা করছি দরিদ্র অসহায় মানুষের পাশে থাকার।
কিন্তু প্রয়োজনের তুলনায় সেটা খুবই সামান্য। সমাজের সকল বিত্তশালী লোকেরা যদি এগিয়ে আসে তাহলে এ দূর্যোগ আমরা কাটিয়ে উঠতে পারবো বলে তিনি আশা প্রকাশ করেন।