এমপি তন্ময় গর্ভবতী মায়েদের ঘরে পুষ্টিকর খাবার বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন

প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২০

শেখ সাইফুল ইসলাম কবির. সিনিয়র স্টাফ রিপোর্টার, বাগেরহাট: বাগেরহাটে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া পরিবারের গর্ভবতী মায়েদের ঘরে পুষ্টিকর খাবার বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। শনিবার সকালে বাগেরহাট সদর উপজেলার কারাপাড়া, বেমরতা ও ষাটগম্বুজ ইউনিয়নে গর্ভবতী মায়েদের ঘরে পুষ্টিকর খাবার পৌছে দেয়া হয়।

সংসদ সদস্য শেখ তন্ময় এর পক্ষে গ্রাম পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে গর্ভবতী মায়েদের ঘরে পুষ্টিকর খাবার পৌছে দিচ্ছেন বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, জেলা যুব মহিলালীগের আহবায়ক এ্যাড.লুনা সিদ্দিকী, বাগেরহাট পৌর মহিলা আওয়ালীগের আহবায়ক প্যানেল মেয়র তানিয়া খাতুন, পৌর মহিলা আওয়ামীলীগের সদস্য সচিব সাদিয়া আফরোজ প্রমুখ। প্রতিটা পরিবারকে ডিম-২৪টি ,দুধ,আলু,রান্নার তেল,ডাল,খেজুর,কালিজিরা দেয়া হয়।

 

আপনার মতামত লিখুন :