ঝিনাইদহে করোনার প্রভাবে ঘরবন্দীদের পাশে বিএনপি, সদস্য সচিবের ৫ হাজার মানুষের মাঝে ত্রান বিতরণ
প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: করোনা প্রভাবে কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রান বিতরণ করেছেন ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সচিব ও ঝিনাইদ-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী এ্যাড. এম এ মজিদ। শনিবার সকালে ঝিনাইদহ শহরের বিসিক শিল্পী নগরী এলাকা, ঝিনাইদহ সদর থানা ও হরিনাকুন্ডু উপজেলার বিভিন্ন স্পটে ৫ হাজার মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এটা তার দ্বিতীয় দফা ত্রান বিতরণ। আগতদের হাতে চাল, ডাল, আলু, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এসময় জেলা বিএনপির আহবায়ক এড এসএম মশিয়ূর রহমান, যুগ্ম- আহবায়ক আক্তারজ্জামান, কামালা আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, আলমগীর হোসেন, নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম পিন্টু সহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ্যাড. এম এ মজিদ জানান, ঘরবন্দি কোন মানুষ খাবারের কষ্ট করলে তাকে জানাতে অনুরোধ করা হয়েছে। তিনি খদ্যহীন মানুষের ঘরে খাবার পৌছে দিতে বদ্ধপরিকার বলেও জানান।