মাফ করে দাও : মোঃ আব্দুর রহমান (পিয়ার)
প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২০
মাফ করে দাও
মাফ করে দাও দয়ার সাগর
রমজানের এই মাসে,
মানব জাহান কাঁদছে সবাই
এই করোনা ত্রাসে।
লাশ মহোরার এই করোনায়
নেইগো বাঁচার পথ,
দাও ফিরিয়ে শান্তি খোদা
বিশ্বে জীবন রথ।
লাশ দাফনে যাচ্ছেনা কেউ
প্রাণের ভয়ে কাছে,
রক্ত বাঁধন ভুলে গিয়ে
কাঁপছে সবাই পিছে।
অনাহারে ভুগছে মানুষ
পাতছে আবার হাত,
জগৎ জুড়ে লক ডাউনে
কাটছেনা আর রাত।
বিচার দিনের মালিক তুমি
তুমি মোদের রব,
সিয়াম মাসের পবিত্রতায়
মাফ করে দাও সব।
মোঃ আব্দুর রহমান(পিয়ার), কালীগঞ্জ,ঝিনাইদাহ