বরগুনার আমতলীতে জেলেদের মধ্যে চাল বিতরণ

প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২০

কবির দেওয়ান, আমতলী(বরগুনা) প্রতিনিধি:  বরগুনার আমতলীতে জাটকা ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার আমতলী সদর ইউনিয়নের জাটকা ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের মধ্যে চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে সামাজিক দুরত্ব বজায় রেখে ২৯০ জন জেলের মধ্যে ৪০কেজি করে চাল বিতরনের উদ্ধোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম এন জামিউল হিকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, আমতলী সদর ইইুপ চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, ট্যাগ অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন উপস্থিতিতে সঠিকভাবে বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে আমতলী সদর ইউনিয়নের ট্যাগ যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন মুঠোফোনে বলেন, আমতলী সদর ইউনিয়নে জাটকা ইলিশ আহরণে বিরত থাকা ২৯০ জন জেলের মাঝে সঠিকভাবে চাল বিতরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :