ঝিনাইদহে কৃষকদের মাঝে ভূর্তকীমুল্যে কম্বাইন হার্ভেস্টার যন্ত্র বিতরণ

প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২০

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহে ৫০ ভাগ ভূর্তকীমুল্যে কৃষকদের মাঝে কম্বাইন হার্ভেস্টার যন্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা পরিষদ চত্বরে ২ জন কৃষকের হাতে গাড়ির চাবি হস্তান্তর করা হয়।

এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কৃপাংশু শেখর বিশ্বাস, সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, উপজেলা কৃষি অফিসার মুহঃ মোফাক্খারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মুহাম্মদ জুনাইদ হাবীব, সিনিয়র মৎস্য অফিসার গোলাম সারোয়ারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তারা জানান, কৃষি শ্রমিকের অভাবে অনেক সময় কৃষকরা এসব ধান ঘরে তুলতে পারে না। ভূর্তকীমূল্যে সরবারহকৃত যন্ত্রগুলো প্রতি ঘন্টায় ১ একর জমির ধান কাটার পাশাপাশি মাড়াই, ঝাড়াই করে বস্তাবন্দি করে দিতে সক্ষম। ফলে কম সময়ে স্বল্প খরচে কৃষককেরা মঠের ধান ঘরে তুলতে পারবেন।

 

আপনার মতামত লিখুন :