শৈলকুপার বসন্তপুর স্ত্রী আসেনি কারণে হতাশাগ্রস্থ হয়ে স্বামীর আত্মহত্যা!
প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: স্বামীর হাতে মারধর খেয়ে দুই মাস আগে পিতার বাড়ি চলে যান স্ত্রী। অভিমান করে আসতেন না। বৃহস্পতিবার বিকালে স্ত্রীকে আনতে খোন্দকবাড়িয়া যান স্বামী রিপন জোয়ারদার (৩৬)। কিন্তু স্ত্রী আসেননি। বাড়ি ফেরার পথে উপায় জানতে তমালতলা পুলিশ ফাড়ির তদন্ত কর্মকর্তা তরিকুল ইসলামের দারস্থ হন পেশায় চা বিক্রেতা রিপন।
সেখানেও কোন সমাধান পাননি রিপন। অবশেষে তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। ঘটনাটাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বসন্তপুর পশ্চিমপাড়ায়। শুক্রবার দুপুরে শৈলকুপা থানার পুলিশ একটি কাঠালগাছ থেকে রিপনের মৃতদেহ উদ্ধার করে। রিপন ওই গ্রামে উজ্জল জোয়ারদারের ছেলে।
খবরের সত্যতা নিশ্চত করে ত্রিবেনী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বর লিয়াকত আলী জানান, রিপনের হাতে মারধর খেয়ে তার স্ত্রী একমাত্র সন্তান নিয়ে পিতার বাড়িতে চলে যায়। স্ত্রী না আসার কারণে হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যা করেছে রিপন। তিনি বলেন রিপনের চায়ের দোকান এক মাসের বেশি বন্ধ। আর্থিক ভাবেও সে নিরুপায় ছিল। এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।