কুয়াকাটায় শতাধিক মানুষের মাঝে ছাত্রলীগের বিনামুল্যে সবজি বিতরণ
প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২০
আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: কুয়াকাটা পৌর ছাত্রলীগের উদ্যোগে শতাধিক নিন্ম আয়ের মানুষের মানুষের বিনামুল্যে সবজ্বি বিতরণ করা হয়েছে। ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ মজিবর রহমানের উপস্থিতিতে রাখাইন মহিলা মার্কেট মাঠে এ সবজ্বি বিতরণ কার্যক্রম শুরু করা হয়। করোনা ভাইরাসের সংক্রমনে কর্মহীন নিন্ম আয়ের মানুষের পাশে এগিয়ে আসায় উপকৃত হচ্ছেন বলে জানান বিনামুল্যে সবজ্বি নিতে আসা সাধারন মানুষ।
ছাত্রলীগের এমন সামাজিক কার্যক্রমের দেখা দেখি বিত্তশালীরাও এগিয়ে আসবে বলে ছাত্রলীগের নেতাকর্মিরা জানান। এসময় উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগ নেতা অরিফ বিল্লাহ, আবু বক্কর আবির, মোঃ খাইরুল ইসলাম সংগ্রাম,সোহেল রানা,আল আমিন ইসলাম জুয়েল,সোহাগ দফাদার,খোকন খলিফা ও মিরাজুল ইসলাম বাবু সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
কুয়াকাটা পৌর ছাত্রলীগের সভাপতি মজিবর রহমান বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের নিদের্শনায় সবজি বিতরণ কার্যক্রম চালিয়ে আসছেন। এর আগে ছাত্রলীগ বিনা পারিশ্রমিকে কৃষকের পাঁকা ধান কেটে বাড়ি তুলে দিয়েছেন। আরো বলেন, দেশে যতদিন করোনা ভাইরাসের এই প্রার্দুভাব থাকবে ততদিন ছাত্রলীগের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।