গোপনে বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌছে দিচ্ছেন কুয়াকাটা ক্লাব
প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২০
আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় নভেল করোনা সংক্রমনে কর্মহীন পরিবারকে রাতের আধাঁরে বাড়ি বাড়ি গিয়ে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করলেন কুয়াকাটা ক্লাব লিমিটেডের সদস্যরা। ২২ এপ্রিল (বুধবার) রাতে কর্মহীন, দূস্থ্য ও অসহায় প্রতি পরিবারের মাঝে ৩ কেজি চিরা, ২কেজি ছোলা বুট, ২কেজি মশুর ডাল, ৩কেজি আলু, ১কেজি চিনি, লবন ১ কেজি, ট্যাংক ১প্যাকেট, আধা কেজি সয়াবিন ও ১টি করে সাবান সহ মোট দশ রকম রমজানের ইফতার সামগ্রী মটর সাইকেলে করে পৌছে দিচ্ছেন বাড়ি বাড়ি।
এসব ইফতার সামগ্রী দেওয়া হচ্ছে অতি গোপনে। বুধবার ও বৃহস্পতিবার রাতে ৫০টি কর্মহীন অসহায় এবং নিন্ম আয়ের মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামী ৫ রমজান পর্যন্ত ১শ পরিবারকে কুয়াকাটা ক্লাব লিমিটেডের পক্ষ থেকে ইফতার সামগ্রী দেয়া হবে বলে জানান ক্লাবের সদস্যরা। কুয়াকাটা ক্লাবের সাধারন সম্পাদক রুমান ইমতিয়াজ তুষার বলেন, করোনা ভাইরাসে মহামারিতে অসহায় দূস্থ্য ও কর্মহীন মানুষগুলো খাদ্য সংকটে ভূগছে।
সরকার সামর্থ অনুযায়ী এসব মানুষদের খাদ্য সহায়তা করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এরই মধ্যে আবার রমজান মাস এসেছে। তাই রমজানে যেন কর্মহীন মানুষেরা রোজা রাখার পর ইফতার সামগ্রীর জন্য কারো কাছে হাত বাড়িয়ে দিতে না হয় এজন্য গোপনে রাতের আধারে প্রত্যেকের বাড়িতে মটর সাইকেলে করে পৌছে দেওয়া হচ্ছে ইফতার সামগ্রী।