রাজনগরে ১২শত পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: রাজনগরে ৩নং মুন্সিবাজার ইউনিয়নের আমেরিকা প্রবাসী রাহেল হোসেন, মধু বেগম, ইঞ্জিনিয়ার ফরাসত আলীসহ তার পরিবারের পক্ষ থেকে প্রায় ১২শতাধিক অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ২৩ এপ্রিল বিতরণ কার্যক্রমের ১২তম দিনে করিমপুর চা-বাগানসহ বিভিন্ন এলাকায় এ বিতরণ করা হয়।
এ সময় সামাজিক যোগাযোগ বজায় রেখে প্রবাসী পরিবারের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন সাবেক বাসদ নেতা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ ইকবাল হোসেন। স্বেচ্ছাসেবক হিসাবে বিতরণ কার্যক্রমে অংশ গ্রহণ করেন, সাকির, জাহাঙ্গীর, ইমন, সামাদ, আহাদ, নাজমুল, শাহিন, মন্নান, লিটন, শাহাদত, রাজু ও সেলিমসহ অন্যান্যরা। ইকবাল হোসেন বলেন- মরণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে খাদ্য সংকটে পড়েছে সাধারণ মানুষ। স্তব্ধ হয়ে পড়েছে সকল কার্যক্রম।
আজ বিতরনের ১২তম দিন। প্রতিদিন একইভাবে খাদ্য সামগ্রী গাড়ী দিয়ে আমাদের পরিবারের পক্ষ থেকে বাগান শ্রমিক, কর্মহীন, দিনমজুর মানুষের বাড়ী বাড়ী গিয়ে পৌছে দেওয়া হচ্ছে। পরিবারের পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।