নওগাঁয় ব্যক্তি উদ্যোগে সমাজসেবক মাসুদ রানার ত্রান বিতরণ
প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২০
রওশন আরা পারভীন শিলা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে ব্যক্তি উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক মাসুদ রানা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের ভবানীপুর মহল্লায় তার নিজ বাসভবনে দ্বিতীয় দফায় ৪৫০ জনের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নুর মোহাম্মদ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- ৫কেজি চাল, ১ কেজি আলু ও আধাকেজি ডাল। বিশিষ্ট সমাজসেবক মাসুদ রানা জানান, ইতোমধ্যে ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। আরো ১০ হাজার পরিবারের একই পরিমাণ খাদ্য সামগ্রী দেয়া হবে।