পাঁচ বছরেও মেটেনি ইশারার জেদ

প্রকাশিত : ১ ফেব্রুয়ারি ২০২০

বিনোদন ডেস্ক : নির্মাতা সোহানুর রহমান সোহান ২০১৫ সালে ‘জেদী’ শিরোনামে সিনেমা নির্মাণের ঘোষণা দেন। এতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেন নবাগত ইশারা আজাদ। সিনেমাটির কিছু অংশের শুটিংও করা হয়। এরপরই হঠাৎ বন্ধ হয়ে যায় শুটিং। দীর্ঘ পাঁচ বছর পার হলেও এই সিনেমার কাজ শেষ হয়নি।

 

এ প্রসঙ্গে সোহানুর রহমান সোহান বলেন, ‘বিভিন্ন কারণে সিনেমার কাজ থেমে আছে। চলতি বছর পুনরায় শুটিং শুরু করব।জানা যায়, নায়িকা ইশারা অনেকটা জেদ করেই এই সিনেমা প্রযোজনার ঘোষণা দেন। কিন্তু কিছুদিন শুটিং করার পর শিডিউল নিয়ে বাহানা শুরু করেন শুভ। এরপরই মূলত শুটিং আটকে যায়। বিষয়টি জানার জন্য ইশারাকে ফোনে পাওয়া যায়নি। ‘জেদী’ সিনেমার সংগীতায়োজন করেছেন গায়ক কুমার বিশ্বজিৎ।

 

এ নিয়ে তৃতীয়বারের মতো চলচ্চিত্রে সংগীত পরিচালনা করছেন তিনি। আরিফিন শুভ-ইশারা ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করছেন, আফরোজা বানু, ডিজে সোহেল ও মিশা সওদাগর। কাহিনি লিখেছেন তুহিন। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ছটকু আহমেদ।

 

আপনার মতামত লিখুন :