কুয়াকাটায় কৃষকের পাশে ছাত্রলীগ নেতা কর্মীরা

প্রকাশিত : ২২ এপ্রিল ২০২০

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২২ এপ্রিল।। কৃষকের ক্ষেতের ধান পেঁকে গেছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ধান কাটার শ্রমিকও পাচ্ছেনা কৃষক। ঠিক সেই মূহুর্তে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা ছাত্রলীগ ও কুয়াকাটা পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের পাশে দাঁড়িয়েছে।

আর দ্বায়িত্ব নিয়েছে ক্ষেতের ধান কাটার। এমনি এক দৃষ্টান্ত কুয়াকাটার পাঞ্জুপাড়া গ্রামে। বুধবার বিকালে সেচ্ছায় ছাত্রলীগের নেতাকর্মীরা চাঁন মিয়া নামের এক কৃষকের জমির ধান কেটে বাসায় পৌছে দিয়েছেন। কৃষক চান মিয়া জানান, এ সংকটকালীন সময় তারা আমার ধান কেটে দেয়ায় আনেক উপকার হয়েছে। এভাবে একজনের পাশে আরেকজন আসলে আমাদের কৃষকের কোন দিন কষ্ট থাকবেনা।

কুয়াকাটা পৌর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক কে এম খাইরুল ইসলাম সংগ্রাম বলেন, ওই কৃষকের ক্ষেতে ধান পেকে গেছে। তিনি ধান কাটার কোন লোক পাচ্ছেনা। এমতাবস্থায় ওই কৃষক আমাদেরকে তার এ করুন দশার কথা বললেন। আমারা কুয়াকাটা ছাত্রলীগের বেশ কয়েক জন কর্মী মিলে কৃষক চাঁন মিয়ার ক্ষেতের ধান কেটে তার বাড়িতে পৌঁছে দিয়েছি।

 

আপনার মতামত লিখুন :