বাগেরহাটে র্যাব-৬ এর অভিযান অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক
প্রকাশিত : ২২ এপ্রিল ২০২০
শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট: বাগেরহাটে রামপালে অভিযান চালিয়ে খুলনা র্যাব-৬ এর সদস্যরা মাসুদ শেখ (২০) নামের এক সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে। এঘটনায় রামপাল থানায় মঙ্গলবার একটি মামলা দায়ের হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি আভিযানিক দল সোমবার রাতে উপজেলার ভাগা পল্লী বিদ্যুৎ অফিসের পাশে মাদক বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালান। তখন কয়েক ব্যক্তি র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় বাগেরহাট সদর উপজেলার ভট্র বালিয়াঘাটার আব্দুর রশিদ শেখের পুত্র মাসুদকে আটক করে।
এসময় তার কাছে থাকা বাজার করা ব্যাগের ভেতর তল্লাশী চালিয়ে একটি দেশী তৈরি পাইপগান ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। এঘটনায় র্যাবের জেসিও মোঃ ফুয়াদুল ইসলাম বাদী হয়ে রামপাল থানায় একটি অস্ত্র মামলা দায়ের করেন। অভিযোগে জানা যায়, সে দীর্ঘদিন ধরে অস্ত্র দখলে রেখে অবৈধ কাজ করে আসছিল।