ঝালকাঠিতে নতুন করে আরও ১ যুবকসহ মোট ৬ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত, ২০ বাড়ি
প্রকাশিত : ২২ এপ্রিল ২০২০
রহিম রেজা, ঝালকাঠি থেকে: ঝালকাঠির নলছিটিতে নতুন করে আরও এক যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় ২০ টি বাড়ি লকডাউন করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ছয় জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। বুধবার বিকেলে ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্ত ওই যুবক জেলার নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামের বাসিন্দা।
তিনি সাম্প্রতি নরায়নগঞ্জ থেকে বাড়িতে এসেছেন। তাকে নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে ৪০৯ কোয়ারেন্টিনে রয়েছে এবং জেলা এ পর্যন্ত ২০২ জনের জনের নমুনা সংগ্রহ করে আইডিসিআরে পাঠানো হয়েছে এর মধ্যে ১৮৮ জনের ফলাফল এসেছে। গত ১১ এপ্রিল ঝালকাঠিতে প্রথম এক পরিবারের তিন জন করোনাভাইরাসে আক্রন্ত হয়। এর পরে এক পুলিশের এসআই ও ইউপি সদস্য করোনা ভাইরাসে আক্রন্ত হয়।