গরীব, দুস্থ ও অসহায় মানুষের ৫০টি পরিবারের মধ্যে ত্রাণ সমগ্রী বিতরণ

প্রকাশিত : ২২ এপ্রিল ২০২০

চলমান করোনা পরিস্থিতি মোকাবেলা ও গরীব, দুস্থ ও অসহায় মানুষের ৫০টি পরিবারের মধ্যে ত্রাণ সমগ্রী বিতরণ করেছে বঙ্গবন্ধু পরিষদ। গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা. এস এ মালেক।

এসময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতি প্যাকেট ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৩ কেজি ডাল ও ১ লিটার তৈল। তিনি দানশীল ব্যক্তি ও সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠনকে এই বিপর্যয়ে মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

 

আপনার মতামত লিখুন :