ল্যাব-গাজীপুর শাখার উদ্যোগে দরিদ্র মানুষের মধ্যে ত্রান সামগ্রী বিতরন
প্রকাশিত : ২২ এপ্রিল ২০২০
নিউজ ডেস্ক: লিগ্যাল এ্যাকশন বাংলাদেশ (ল্যাব) ফাউন্ডেশনের গাজীপুর শাখার উদ্যোগে গতকাল বিকাল ৪ ঘটিকার সময় খেটে খাওয়া অসহায় কর্মহীন ১৫০ পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়, এ সময় সেখানে উপস্থিত ছিলেন ল্যাব এর পরিচালক (কনজুমার রাইটস) জনাব আবুল কাশেম I
তিনি বলেন আমরা আমাদের নির্বাহী পরিচালক জনাব হৃদয় হাসান এর অনুরোধে বাংলাদেশের বিভিন্ন জেলায় ত্রান সামগ্রী বিতরণ করছি, জনাব আবুল কাশেম আরো জানান গত সপ্তাহে দিনাজপুর জেলা শাখার উদ্যোগে তিনশত অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এবং কুমিল্লা সদর থানা শাখার উদ্যোগে গত ১৬/০৪/২০২০ ইং তারিখে ১২০ টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে এবং আগামীকাল ঢাকার গুলশান থানা শাখার উদ্যোগে আরো কিছু ত্রান সামগ্রী বিতরণ করা হবে।
এভাবেই আমরা চেষ্টা করছি দরিদ্র অসহায় মানুষের পাশে থাকার। কিন্তু প্রয়োজনের তুলনায় সেটা খুবই সামান্য। সমাজের সকল বিত্তশালী লোকেরা যদি এগিয়ে আসে তাহলে এ দূর্যোগ আমরা কাটিয়ে উঠতে পারবো বলে তিনি আশা প্রকাশ করেন।