নোয়াখালীতে ১৫ বস্তা সরকারি চাল জব্দ, ২ আ. লীগ নেতা গ্রেপ্তার
প্রকাশিত : ২২ এপ্রিল ২০২০
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ৮ বাড়ি থেকে এ চাল জব্দ করা হয়। সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, নবীপুরের ওই ডিলার ও আওয়ামী লীগ নেতা সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা মূল্যের চাল সুবিধাভোগীদের কাছে বিক্রি না করে বাইরে বিক্রি করতেন। কয়েক সপ্তাহ থরেই তার এ কার্যক্রম চলছে। বিষয়টি সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে এ ব্যাপারে অভিযান পরিচালনার নির্দেশ দেন।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা বলেন, ‘ইউএনওর নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় হতদরিদ্রদের জন্য বরাদ্দ ১০ টাকা কেজি দামের ৩০ কেজি ওজনে ১৫ বস্তা চাল ও সরকারি সিলযুক্ত ৩ টি খালি বস্তা জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক ডিলার ও তার সহযোগীকে আটক করা হয়। যাদের কাছ থেকে সরকারি চাল উদ্ধার করা হয়েছে তারা কেউ হতদরিদ্র পরিবারের নয়। তাদের কাছে ১০ টাকা কেজি চাল পাওয়ার কোন কার্ডও পাওয়া যায়নি।’
নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উল্যাহ বিএসসি বলেন, ‘চালের ডিলার ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কয়েকটি বাড়িতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি করেছেন। সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্নীতিবাজ ডিলার ও আওয়ামী লীগ নেতা হতদরিদ্রদের জন্য বরাদ্দ ১০ টাকা কেজির চাল কার্ডধারীদের কাছে বিক্রি না করে বেশি দামে কালো বাজারে বিক্রি করেছেন। তিনি প্রতি বস্তা ৯০০ থেকে ১০০০ টাকা মূল্যে বিক্রি করে মোটা অংকের টাকা আত্মসাৎ করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।’
এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অচিন্ত্য চাকমা বাদি হয়ে দুজনের বিরুদ্ধে সেনবাগ থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন বললেন, ‘এ ঘটনায় মঙ্গলবার রাতে মামলা দায়ের হয়েছে। আটককৃতদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।