শরীয়তপুরে আরো ৩ জন করোনা রোগী সনাক্ত, মোট আক্রান্ত ১০ জন
প্রকাশিত : ২২ এপ্রিল ২০২০
মোঃ ওমর ফারুক, শরীয়তপুর জেলা প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ ভাইরাস হচ্ছে করোনাভাইরাস। যার প্রাদুর্ভাবের নেতিবাচক প্রভাব পড়েছে সমগ্র বাংলাদেশে। যার ধ্বংসাত্মক প্রভাব থেকে রক্ষা পাননি শরীয়তপুর জেলা।যেখানে করোনাভাইরাসে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।আক্রান্ত ব্যাক্তিরা হলেন ডামুড্যা পৌরসভার ৩ নং ওয়ার্ডের বিশাকুড়ি গ্রামের ২ জন এবং নড়িয়া উপজেলার একজন।
প্রাপ্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতে বুধবার (২২এপ্রিল) রাত ১টা ৩০ মিনিটে জরুরী প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেন জেলা করোনা কন্ট্রোল রুমের ফোকাল পার্সন ডা. মোঃ আবদুর রশিদ।
তিনি বলেন, ডামুড্যা উপজেলার আরো দুইটি স্যাম্পলের ফলাফল আমাদের হাতে এসেছে এবং তা COVID-19 পজিটিভ এসেছে এবং নড়িয়া উপজেলার একটি স্যাম্পলের ফলাফল আমাদের হাতে এসেছে এবং তা COVID-19 পজিটিভ এসেছে। এ নিয়ে বর্তমানে শরীয়তপুর জেলায় COVID-19 রোগে আক্রান্ত রোগির সংখ্যা দশ (১০) জন।সুতরাং আপনারা সবাই সতর্কতা অবলম্বন করুণ এবং ঘর থেকে বের হবেন না।