ছাত্রলীগ কর্মীদের সাথে মাঠে নামলেন সাংসদ চুমকি

প্রকাশিত : ২২ এপ্রিল ২০২০

নরসিংদী কৃষি মুজুরের বর্তমান সংকটে ক্ষেতের পাকা ধান কেটে কৃষকের ঘরে তুলতে এগিয়ে এসেছে কালিগঞ্জ উপজেলা ছাত্র লীগ । গত দু’দিন ধরে কালিগঞ্জের বিভিন্ন এলাকায় তারা অসহায় কৃষকের পাশে থেকে ক্ষেতের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছে ।এ সংবাদ পেয়ে গাজীপুরের কালিগঞ্জের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি আজ সকালে কালিগন্জের জাংগালিয়া আওড়াখালি এলাকায় সরেজমিনে গিয়ে তাদের কে উৎসাহ যোগান ।

এসময় তিনি এলাকার কৃষকদের হাতে ধান কাটার বৈজ্ঞানিক মেশিন তুলে দেন । এর আগে আওড়াখালি বাজারে করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্ত তিনশ’পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন ।এসময় এমপি মেহের আফরোজ চুমকি বলেন, বর্তমানে করোনা ভাইরাস প্রতিরোধে কৃষক ও নিন্ম আয়ের জনসাধারন আর্থিক বিপাকে পড়েছে। তারা দৈনন্দিন জীবিকা নির্বাহ করতে হিমশিম খাচ্ছে।

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমি কালিগঞ্জের হতদরিদ্র ও কর্মহীনদের পাশে আছি, যতদিন করোনা না বিদায় হয় ততদিনই খাদ্য সামগ্রিসহ সব ধরনের সহোযোগিতা করে যাবো। এই করোনা সংকটে সবাই সচেতনতা ও সতর্কতা নিশ্চিত করে চলবেন, অন্যকেও একথা বলবেন।

 

আপনার মতামত লিখুন :