মৌলভীবাজারে পূর্ব বিরোধের জের ধরে হামলা-ভাংচুর
প্রকাশিত : ২২ এপ্রিল ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে বাড়ীতে হামলা, বসত ঘরের বেড়া, টিনের চাল, আসবাবপত্র ভাংচুর ও শ্রীলতাহানি করা হয়েছে। এ সময় প্রতিপক্ষের হামলায় হাওয়ারুন বেগম (৫৫), তার পুত্র জুবেল মিয়া (৩৫) গুরুতর আহত হয়েছেন। আহতরা মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
অপরদিকে মোশারফ মিয়া (২৫) ও আকলিমা বেগমসহ উভয় পরিবারের লোকজন আহত হয়েছেন। এ ঘঠনায় গুরুতর আহত হাওয়ারুন বেগম বাদী হয়ে সুলতান মিয়া (৬০), ফরিদ মিয়া (৫৮), মোশপারফ মিয়া (২৫), মশাহিদ মিয়া (২৩) আসামী করে মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। খবর পেয়ে মডেল থানার এসআই বাছেদ ঘঠনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান- সিনিয়র সহকারী জজ, মৌলভীবাজার আদালতে মামলাও বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন যাবৎ উভয় পরিবারের মধ্যে বিরুধ চলছে।