ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি কম
প্রকাশিত : ১ ফেব্রুয়ারি ২০২০
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও ভোটার উপস্থিত কম বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম। ভোটকেন্দ্র পরিদর্শন করে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তরের ৫ নম্বর সেক্টরের স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে তিনি এ কথা বলেন। উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, ১৩১৮টি কেন্দ্রের মধ্যে ১৪টিতে অভিযোগ পেয়েছি।
এর মধ্যে বাড্ডা, মোহাম্মদপুর, লালবাগ রয়েছে। এ নির্বাচনে প্রমাণিত হবে দলীয়ভাবে আওয়ামী লীগ নাকি বিএনপি বেশি জনপ্রিয়। নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতেই এ নির্বাচনে জয় পেতে মরিয়া প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি। আর নির্বাচন সুষ্ঠু করার মধ্য দিয়ে ইসি ও ইভিএমের গ্রহণযোগ্যতার বিষয়টিও নির্ভর করছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।