মৌলভীবাজারে প্রবাসীর গাছ কেটে নেওয়ার অভিযোগ
প্রকাশিত : ২০ এপ্রিল ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর থানাধীন ৪নং আপার কাগাবলা ইউনিয়নের রামপুর গ্রামে কুয়েত প্রবাসী মোঃ আব্দুল হান্নান এর গ্রামের বাড়ী থেকে গাছ চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে- কুয়েত প্রবাসী মোঃ আব্দুল হান্নান এর পরিবারের লোকজন স্ব-পরিবারে শহরে বসবাস করার সুবাদে পাশের বাড়ীর বাসিন্দা বাবুল মিয়া ও তার সহযোগীদের নিয়ে ছোট বড় ৬টি আকাশী গাছ কাটিয়া পার্শ্ববতী সোমিলে নিয়ে যান।
ঐ দিনই প্রবাসী আব্দুল হান্নান লোক মারফতে মুঠো ফোনে সংবাদ পাইয়া বিষয়টি বর্তমান ইউপি সদস্য মোঃ দলা মিয়া ও সাবেক ইউপি সদস্য আহাদ মিয়াকে অবগত করেন। ঘঠনার সত্যতা জানতে সোমিলে গিয়ে চুরাইকৃত গাছগুলো দেখিতে পান। যার বর্তমান আনুমানিক মুল্য ৬০০০০/- টাকা। সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে, বিষয়টি সমঝোতার চেষ্টা চলছে।