মৌলভীবাজারে ৩৫০টি পরিবারে ত্রান বিতরন
প্রকাশিত : ২০ এপ্রিল ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: জেলার শ্রীমঙ্গলস্থ তরাজ ম্যানসনের স্বত্তাধিকারী মৃতঃ শেখ তরাজ মিয়া এবং মৃতঃ শেখ তোয়াহিদুর রহমানের পারিবারিক উদ্যাগে তাদের গ্রামের বাড়ী সদর উপজেলাধীন মীরপুর গ্রামে ৩শত ৫০টি পরিবারের মধ্যে সামাজিক দুরত্ববজায় রেখে গরীব ও অসহায় পরিবারের মধ্যে চান,ডাল,সোয়াবিন,পিয়াজ,ছোলা,আলু,সাবানসহ খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- শেখ রেশাদ আহমদ, শেখ বদরুজ্জামানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান- দেশে করোনা মহামারী সংক্রমনে আক্রান্ত হয়ে মানুষ আজ অসহায়। এ অবস্থায় অসহায় পরিবারকে সেবা প্রদান করার সুয়োগ পাওয়ায় আলাহ রাব্বুল আল-আমিন এর কাছে শুক্ররিয়া আদায় করছি। আমাদের পরিবারের পক্ষ থেকে বিগত বছরের ধারাবাহিকতায় এ সহয়োগী অব্যাহত রয়েছে।