গলাচিপায় মুজিব শতবর্ষ উপলক্ষে স্কুল ও মাদ্রাসার বালক-বালিকা কাবাডি প্রস্তুতি মূলক প্রতিযোগিতা ২০২০ উদ্বোধন

প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: “হাজার বছরের সর্ব শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার জন্ম না হলে এ দেশ স্বাধীন হতোনা” এই প্রতিপাদ্যের আলোকে, বুধবার সকাল ১০ টায় বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ বিদ্যালয় মাঠে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার মোর্শেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা গলাচিপা উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. সুহৃদ সালেহীন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা। এ সময় আরও উপস্থিত ছিলেন, গলাচিপা প্রেসক্লাব একাংশের সভাপতি বাবু সমিত কুমার দত্ত মলয় এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক সহ অংশগ্রহণ কারী ছাত্র-ছাত্রী বৃন্দ প্রমুখ। এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় সকল শিক্ষার্থীদের মুজিবীয় আদর্শে উজ্জীবীত হওয়ার আহবান জানান।

 

আপনার মতামত লিখুন :