বেনাপোল থানার অভিযান ৫শ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২০
মোঃ রাসেল ইসলাম, স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে ৫শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ হাফিজা খাতুন(২৮) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পোর্ট থানা পুলিশ৷ গ্রেফতার মাদক ব্যবসায়ী হাফিজা খাতুন ভবারবেড় গ্রামের সোহেল খানের স্ত্রী।
রবিবার(১৯ শে এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে ৫শ পিস ইয়াবা ট্যাবলেট সহ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান উদ্ধার মাদকসহ আসামির বিষয়টি নিশ্চিত করেন৷ তিনি আরো বলেন, মহামারী করোনা দুর্যোগে থেমে নেই,বাংলাদেশ পুলিশ বাহিনী৷ আপনারা সবাই বাড়িতে থাকুন নিজে সেভ থাকুন – সবাইকে সেভ রাখুন।