নওগাঁর ধামইরহাটে মাটির দেয়াল চাপায় শিশুর মৃত্যু
প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২০
রওশন আরা পারভীন শিলা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর ধাামইরহাটে মাটির দেয়াল চাপা পড়ে জোনায়েদ হাসান (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম। শনিবার (১৮ এপ্রিল) বিকালে ধামইরহাট উপজেলার নানাইচ সরদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ হাসান ওই এলাকার আহমদ সরদারের ছোট ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের বাবা ছিলেন। জানা গেছে, উপজেলার ৬ নং জাহানপুর ইউনিয়নের অন্তর্গত নানাইচ সরদার পাড়ার মৃতু শুকুর আলী সরদারের ছেলে আহমদ সরদার (৪০) তার পুরনো বাড়ির মাটির বাড়ি থেকে নতুন ইটের দালাল বাড়িতে যাবার জন্য আসবার পত্র সড়ানোর কাজ করছিলেন।
এমন্তবস্থায় তার ছোট ছেলে মো. জোনায়েদ হাসান ওই পুরনো মাটির দেয়ালের পাশে খেলাধুলো করলে হঠাৎ বারান্দার মাটির একটি বড় চাপ ওই শিশুর উপরে পড়লে ঘটনাস্থলে জোনায়েদ হাসান মারা যায়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য এবং এলাকাবাসীর সহযোগীতায় মৃত শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।