মাদারীপুরের কুনিয়া ইউনিয়ন থেকে সরকারী ৮ বস্তা চাল উদ্ধার
প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২০
ম.ম.হারুন অর রশিদ, মাদারীপুর প্রতিনিধি: এবার মাদারীপুরের সদর উপজেলার কুনিয়া ইউনিয়ন থেকে সরকারী ৮ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি সদর থানা পুলিশ।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের চরদক্ষিণাপাড়া গুচ্ছগ্রাম এলাকায় আব্দুল মান্নান মিয়ার ঘরে থানা পুলিশ অভিযান চালায়।
এসময় আব্দুল মান্নান মিয়ার ঘর থেকে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুদা হবে নিরুদ্দেশ’ লেখা সরকারী ৮ বস্তা চাল উদ্ধার করা হয়। তবে কৌশলে বাড়ীর মালিক পালিয়ে যায়। অন্যদিকে একই উপজেলার কেন্দুয়া ইউনিয়নের সমাদ্দার ব্রীজের উপর শত শত কর্মহীন মানুষ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে ত্রাণের জন্যে বিক্ষোভ প্রদর্শন করেন। সড়ক অবরোধের কারনে ১ ঘন্টারও বেশি সময় মহাসড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ থাকে।
এতে পন্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়। পরে প্রায় এক ঘন্টা চেষ্টার পর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লার নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। সদর থানার ওসি জানান, ‘চাল উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি ওই ঘরের মালিককে আটকের জন্যে।