নওগাঁর ধামইরহাটে সাংবাদিকদের মাঝে মাস্ক ও হ্যান্ডগ্লাভস বিতরণ

প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২০

রওশন আরা পারভীন শিলা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে সাংবাদিকদের সুরক্ষার জন্য মাস্ক ও হ্যান্ডগ্লাভস বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.স্বপন কুমার বিশ্বাসের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।

ধামইরহাট প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক পক্ষে এসব সামগ্রী গ্রহণ করেন ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি মো.আব্দুল আজিজ মন্ডল ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বাবু। এসময় উপস্থিত ছিলেন ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.মো.আরাফাত ইমাম,মেডিকেল অফিসার ডা.মো.সামিউল হাসান প্রমুখ।

সাংবাদিকদের সুরক্ষার জন্য ধামইরহাটে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এগিয়ে আসনি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ উদ্যোগে গ্রহণ করায় ধামইরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

 

আপনার মতামত লিখুন :