নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় পাকেরহাটে চার ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২০
মোঃ মজনু আলম: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় দিনাজপুরের খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাটে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যনান আদালত।
শনিবার (১৮ এপ্রিল) সকালে নিষেধাজ্ঞা অমান্য করে পাকেরহাটে দোকান খোলা রাখার অপরাধে মমতা বস্ত্রালয়,নয়ন বস্ত্রালয়,সিকান্দার স’মিল মজনু ইলেকট্রনিক্স প্রত্যেককে দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় ১০০০০ টাকা করে মোট ৪০০০০ টাকা জরিমানা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মাহবুব-উল-ইসলাম।
ইউএনও আহমেদ মাহবুব জানান, জনসমাগম কমাতে ও সরকারী নির্দেশনা বাস্তবায়নে অভিযান অব্যাহত রয়েছে।