কর্মহীন হয়ে পড়া ঝিনাইদহের হকারদের চলছে দুর্দিন
প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২০
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া হকারদের দুর্দিন চলছে। পেপার বিক্রি হচ্ছেনা। অর্থের যোগান বন্ধ হয়ে গেছে। খাদ্যের অভাবে অতি কষ্টে দিন পার করছেন তারা। সাহায্যের জন্যে এখনো কেউ এগিয়ে আসেনি।
ঝিনাইদহ হকার সমিতির সভাপতি আব্দুল ওয়াহেদ জানান, করোনা ভাইরাসের ভয়ে গ্রাহকরা পেপার কেনা বন্ধ করে দিয়েছে। বকেয়া বিল পড়ে আছে। আদায় হচ্ছেনা। হকাররা অসহয় হয়ে পড়েছে। অনাহারে দিন যাচ্ছে। এমন ভয়াবহ সময়ে তাদের সাহায্যে কেউ এগিয়ে আসেনি।
একজন সাধারণ হকার জানান, করোনা রোগের ভয়ে মানুষ পেপার কিনছে না। আয়-রোজগার হচ্ছে না। অনাহারে দিন কাটাতে হচ্ছে। কি খেয়ে দিন চলবে প্রশ্ন তার। করোনা মহামারির এ ভয়াবহ সময়ে সরকার ও বিত্তবানদের কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষগুলোর পাশে দাড়ানোর আহবান জানিয়েছেন তারা।