ফেসবুক লাইভে এসে যা বললেন সাকিব
প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২০
জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান বলেছেন, এখন সবাই খুবই স্বাস্থ্য সচেতন। সবাই নিজেকে ফিট রাখার চেষ্টা করছেন। আমিও সেটা করছি। এতদিন না খেয়ে ক্রিকেটের জন্য অনেক ছাড় দিয়েছি। কিন্তু এখনও উল্টো পথে যাচ্ছি। প্রচুর খাচ্ছি, কিছুটা মোটাও হয়ে গেছি। অসচেতন হওয়ার কোনো কারণ নেই।
আমেরিকায় মেয়ে ও স্ত্রীর সঙ্গে থাকা সাকিব নিজের ফাউন্ডেশনের পক্ষ থেকে লাইভে এসে বলেন, আমাদের ঢাকায় চাইলেও অনেক কিছু সম্ভব নয়। যারা বস্তিতে রয়েছেন তারা চাইলেও তো সামাজিক দূরত্ব বজায় রাখতে পারবে না। এছাড়া যাদের এক বেলা কাজ না করলে খাবার হয় না তাদের যদি আমরা সাহায্য করতে পারি তাহলে অনেকটাই উপকার হয়। কোনো সমস্যা থাকবে না। সাকিব আরও বলেন, আমেরিকায় তো অনেক খারাপ অবস্থা, ইতালিতেও খারাপ ছিল।
আশা করি যেন বাংলাদেশে অল্পের উপর দিয়ে যায়। আমি বাংলাদেশের চিকিৎসক, ডাক্তার এবং যারা এই সময়ে কাজ করছেন তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। তারপরও আমরা দ্রুত স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসব বলে আশা করছি। চিকিৎসক, নার্সদের সঙ্গে আমরাও এই যুদ্ধে এক সঙ্গে জয়ী হতে চাই।