ভিন্ন রূপে উর্বশী, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়
প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২০
উর্বশী রাউতেলা বলিউডে পরিচিত হট অ্যান্ড হ্যাপেনিং সুন্দরী হিসেবে। কিন্তু লকডাউনে তিনিও ঘরবন্দি। খুব একটা বের হতে দেখা যায় না তাকে। তবে এবার উর্বশীকে দেখা গেল ভিন্ন রূপে। কদিন আগেও যে উর্বশী ছিলেন খোলামেলা!
সাধারণত উর্বশীর এই ধরণের ছবিই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না। নিজের শরীর ছুঁইয়ে পড়া যৌবনের ছবি দিতে কখনই কার্পণ্য করেন না বি টাউনের এই সুন্দরী। কখনও আবার কালো পোশাক থেকে বেরিয়ে থাকে উদ্ভিন্ন ক্লিভেজ।
সেই উর্বশী এবার অনেকটাই সাধারণ রূপে দেখা গেল। পরনে শিফন শাড়ি, গলায় মঙ্গলসূত্র হাতে কাঁচের চুড়িতে এ যেন এক অচেনা উর্বশী রাউতেলা। তাতে শুরু জল্পনা কল্পনা। কার জন্য এভাবে সেজেছেন উর্বশী।