গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৩০৬জন শনাক্ত নতুন মৃত্যু ৯

প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২০
ছবি : সংগৃহীত

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৮৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২১৪৪ জন। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আইইডিসিআর পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ২০১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩০৬ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২১৪৪ জন। গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৮৪ জনের মৃত্যু হয়েছে। সেব্রিনা ফ্লোরা জানান, মৃতদের মধ্যে ঢাকার ৬ জন, নারায়ণগঞ্জের ২ জন, সাভারে ১ জন। আইসিউতে রয়েছেন ১১ জন। গত ২৪ ঘণ্টায় ৮ জন কোভিড-১৯ মুক্ত হয়েছেন। এ নিয়ে মোট মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৬ জন।

সংক্রমণের দিক থেকে ঢাকা ও নারায়ণগঞ্জের পর বেশি ঝুঁকিতে রয়েছে গাজীপুর। ২১ থেকে ৩০ বছর বয়সীরা বেশি সংক্রমতি হচ্ছে বলেও জানান তিনি।এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২২ লাখ ৪২ হাজার ৮৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ১৪২ জন। বিপরীতে সেরে উঠেছেন ৫ লাখ ৭৫ হাজার ৮৩৭ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হয়েছে ৮৪ জনের। মোট আক্রান্ত হয়েছেন ২১৪৪ জন।

আপনার মতামত লিখুন :