নওগাঁ পত্রিকা বিক্রেতাদের মাঝে ত্রান দিলেন নওগাঁর জেলা প্রশাসক

প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২০

রওশন আরা পারভীন শিলা, আত্রাই উপজেলা প্রতিনিধি: নওগাঁয় করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া প্রায় শতাধিক পত্রিকা বিক্রেতাদের মাঝে ত্রান দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে ত্রান হিসেবে এই খাদ্য সাম্যগ্রী বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোঃ হারুন অর-রশীদের নির্দেশনায় জেলা ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে এই ত্রান সামগ্রী দেয়া হয়েছে। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান, পত্রিকা হকার্স কল্যাান সমিতির সভাপতি আতোয়ার হোসেন, সাধারন সম্পাদক বেলাল হোসেন ও সংবাদপত্র এজেন্ট ইয়াছিন আলী উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন :