রাঙ্গাবালীতে কর্মহীনদের কাছে খাবার ও তরমুজ নিয়ে ইউএনও

প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২০

মেহেদি হাসান, রাঙ্গাবালী(পটুয়াখালী)প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রমনের ঝুঁকি এড়াতে কর্মহীন হয়ে পড়েছে মানুষ। এমন পরিস্থিতিতে বিপাকে থাকা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ওইসব মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে রসালো ফল তরমুজ ও খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

বৃহষ্পতি ও শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান নিজে গাড়ি নিয়ে ঘুরে ঘুরে অর্ধশতাধিক পরিবারের মাঝে এ খাবার বিতরণ করেন। করোনায় জনজীবন বিপর্যস্ত উপজেলার রাঙ্গাবালী ও ছোটবাইশদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে অসহায়-দুস্থ পরিবারের মাঝে পুষ্টিকর ফল তরমুজ, ১০ কেজি চাল ও ৩ কেজি অালু দিয়েছেন। এসব খাবার পেয়ে খুশিতে অাত্মহারা কর্মহীন ওইসব পরিবার সরকারের এ কর্যক্রমকে সাধুবাদ জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, করোনার মধ্যে পুষ্টিকর ফল ও খাবার প্রয়োজন। এজন্য খাদ্যসামগ্রীর পাশাপাশি ফল হিসেবে তরমুজ দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :