করোনা মোকাবেলায় পটুয়াখালীর দশমিনায় হাসপাতালে পিপিই বিতরন

প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২০

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা: করোনা পরিস্থিতি মোকাবেলায় পটুয়াখালীর দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের মাঝে নিজস্ব অর্থায়নে স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এস এম শাহজাদা সাজু এমপি পিপিই বিতরন করেন। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার ও নার্সসহ অন্যাদের মাঝে পিপিই বিতরণ করেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ”লীগের সভাপতি আঃ আজিজ মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তানিয়া ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, থানা ওসি এসএম জালাল উদ্দিন, উপজেলা আ”লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ্যড. ইকবাল মাহামুদ লিটন ও  কেন্দ্রীয় আ’লীগ উপ-কমিটি সদস্য এ্যাড.বশিরউদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। স্থানীয় সংসদ সদস্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাতে তুলে দেন।

 

 

আপনার মতামত লিখুন :