পাবনার চাটমোহরে করোনা সনাক্ত হওয়ায় পুরো উপজেলা লকডাউন
প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২০
বাকী বিল্লাহঃ(বেড়া-সাঁথিয়া)পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বামনগ্রামে প্রথম কোভিট-১৯ করোনা আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার পর পুরো চাটমোহর উপজেলা লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে দশটটার দিকে পাবনা জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত গ্রহন করা হয়। আক্রান্ত ব্যক্তির বাড়ি উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বামনগ্রামে।
পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল এই প্রথমবারের মতো পাবনায় করোনা রোগী সনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি(আক্রান্ত ব্যক্তি) গত ৭ এপ্রিল নারায়নগঞ্জ থেকে বাড়িতে আসার পর অসুস্থ্য হলে গত ১৪ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার করার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার পর নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ হয়।
ঘটনাটি জানার পর প্রথমে বামনগ্রামকে পরে রাতে জেলা প্রশাসকের সিদ্ধান্তক্রমে পুরো চাটমোহর উপজেলা লকডাউন ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহন করা হয় বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান। রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।